Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উদ্ভাবনী প্রকল্পসমূহ

মৎস্য পরামর্শ সেবা চাষিদের দোরগোড়ায় পৌছানো

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণঃ

মৎস্য চাষিগণ নিম্নোক্ত কারণে মৎস্য অফিস থেকে পরামর্শ সেবা পায় না- জনবল সংকট, প্রশিক্ষণের স্বল্পতা, যানবাহনের সংকটের কারণে, উপজেলার দূরবর্তী /বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে চাষিগণ মৎস্য চাষে পরামর্শ সেবার জন্য আসতে চান না। এসকল সমস্যা সমাধানে উপজেলার ঐসব এলাকাগুলি লীফদের সহায়তায় চিহ্নিত করে মোবাইল নম্বরসহ চাষিদের তথ্যাদি সংগ্রহ করে তাদের সুবিধামত সময় ও স্থানে বসার আমন্ত্রণ জানাতে হবে এবং নির্ধারিত সময়ে উপজেলার অফিস টীম সেখানে গিয়ে আলোচনার মাধ্যমে তাদের মাছ চাষে উদ্ভূদ করতে হবে। প্রয়োজনে লিফলেট বিতরনসহ চাষিদের আধুনিক মাছ চাষ সম্পর্কিত সম্যক ধারণা প্রদানসহ তাদেরকে মাছ চাষে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ নিতে হবে।