১। সেবাসমূহ:
১.১ নাগরিক সেবা:
১। উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি
স¤পর্কিত পরামর্শ প্রদান।
২। মৎস্য বিষয়ক পুস্তক ও পুস্তিকা খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রী ম্যানুয়েল বার্ষিক
প্রতিবেদন ইত্যাদি বিতরণ।
৩। মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০১১ বাস্তবায়ন।
৪। মৎস্য হ্যাচারী আইন ২০১০ ও মৎস্য হ্যাচারী বিধিমালা ২০১১ বাস্তবায়ন।
১.২ দাপ্তরিক সেবা:
১। বিভিন্ন দপ্তরে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময়।
২। পুরষ্কার প্রদানের মনোনয়ন দান ও কমিটি সভায় যোগদান।
৩। মোবাইল কোর্ট বাস্তবায়ন।
৪। প্রশিক্ষণ।
৫। ঋণ প্রাপ্তিতে সহায়তা।
১.৩ অভ্যন্তরীন সেবা:
১। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন।
২। উপজেলা বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিভিন্ন প্রজাতির গুণগত মানসম্পন্ন পোনা ও ব্রæড মাছ
উৎপাদন ও সরবরাহ।
৩। ছুটির প্রস্তাব ক্ষেত্র বিশেষে অনুমোদন, জিপিএফ, বরাদ্দ প্রদান ইত্যাদি।
১.৪ আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত সেবা:
* উপজেলায় বিদ্যমান জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান।
* ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা।
* উপজেলা মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ সংরক্ষণ ও সরবরাহ করা।
* উপজেলা মৎস্য দপ্তরে প্রণীত মস্য বিষয়ক উন্নয়ন প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাই পূর্বক
বাস্তবায়নে প্রয়জনীয় পরামর্শ প্রদান করা।
* মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০১১ এর আওতায় মৎস্য খাদ্য উৎপাদনকারী/আমদানিকারী/বিপননকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান ও নবায়ন, পরিদর্শন এবং মৎস্য খাদ্য নমুনা সংগ্রহ ও তা পরীক্ষাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
* মৎস্য হ্যাচারী আইন ২০১০ ও মৎস্য হ্যাচারী বিধিমালা ২০১১ এর মৎস্য হ্যাচারী সমূহের নিবন্ধন প্রদান ও নবায়ন নিশ্চিত করা আইন প্রতিপালনে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
* মাছ ও চিংড়িতে ফরমালিন সহ বিভিন্ন ঘোষিত অপদ্রব্য ব্যবহার রোধ এবং নিরাপদ মৎস্য খাদ্য সরবরাহ সহযোগিতা প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS